কালিগঞ্জ প্রতিনিধি॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপি ছাত্র জনতার গনহত্যা গন প্রেফতার নিন্দা ও মুক্তি ১ দফা আদায়ের দাবীতে অনিদিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে কালিগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট সোমবার বেলা ১০টায় সোহরাওয়ার্দী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে সর্বস্থরের ছাত্র, শিক্ষক ও জনতার আয়োজনে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলার মোড়ে এসে শেষ হয়। পরবর্তীতে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেল শাখার অন্যতম সমন্বয়ক আমির হামজার সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সাইফুল ইসলাম ও পাপিয়া খাতুন, শিক্ষার্থী আবিদ হাসান, রাকিব, রাফি, ওমর ফারুক, ইমান হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার খবর শোনার পর বিএনপি জামায়াতসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সবস্থরের সাধারণ উৎসুক জনতা বিভিন্ন এলাকা থেকে আনন্দ উল্লাস করতে করতে উপজেলা সদরের ফুলতলা মোড়ে জড় হতে থাকে। সেখান মিছিল সহকারে উপজেলা পরিষদ মোড় পরিভ্রমন করে ফুলতলা মোড়ের গোল চত্ত্বরের সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করে শান্ত ও ধৈয্য ধরে থাকার আহব্বান জানান। অপর দিকে আনন্দ উল্লাস করাকালিন সময় উৎসুক জনতা ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল, আওয়ামীলীগ কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয় ভাংচুর করার খবর পাওয়া যায়।