আব্দুল মাজিদ/আহমাদ উল্যাহ বাচ্চু কালিগঞ্জ থেকে \ কালিগঞ্জ ভগ্নিপতি হত্যা মামলার প্রধান আসামীকে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা। শনিবার সাড়ে ৮টায় ঢাকা দারুস সালাম থানার লালকুঠি বাসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। আটক ফজর আলী গাজী (৫০) কালিগঞ্জ এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানাগেছে, কালিগঞ্জ ভিকটিম মোঃ সামছুর গাজী ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছচুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে শ্যালকদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় বড় শ্যালক ১নং আসামী মো: ফজর আলী গাজী ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ৬ জনের নাম উলেখ সহ ২/৩ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে, র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামী ফজর আলীকে ঢাকা থেকে আটক করে। আসামীকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এ পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।