কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা পুলিশ উপজেলার ভদ্রখালী হাজামপাড়া নামক স্থানের যমুনা খাল হতে ১ অজ্ঞত ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে। বিকালে ৫টায় স্থানীয়রা কালিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে থানার ওসি ইনচার্জ মোঃ মানুন রহমান ও তদন্ত ওসি মোঃ ইবাদ আলী নেতৃত্বে ঘটনা স্থল পাউখালীর অদূরে ভদ্রখালী হাজামপাড়া সংলগ্ন যমুনা খালের মাঝ থেকে একটি কাটা পা উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। পা পাওয়ার পর আশে পাশে তলাশী করে তেমন আর কিছুর সন্ধ্যান পায় নি বলে কালিগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ ইবাদ আলী দৈনিক দৃষ্টিপাতকে নিশ্বিত করেন।