কালিগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংঙ্কর দাশ দীপু। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবিরের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ই.পি.আই) শেখ মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইরিস মেহেরা সেতু, মেডিকেল অফিসার ডাঃ রুপা রানী পাল, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সিনিয়র স্টাফ নার্স নাসরিন সুলতানা প্রমুখ।