কালিগঞ্জ প্রতিনিধি\ “সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার দুপুরে কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারে উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মলিক, সাংগঠনিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, আইন বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গাজী জাহাঙ্গীর কবির, নিয়াজ কওছার তুহিন, সেলিম শাহরিয়ার, উত্তরণ সাতক্ষীরা অফিসের ম্যানেজার আব্দুস সেলিম, কালিগঞ্জ অফিসের ম্যানেজার আলমগীর কবীর, কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মনসুর আলী, শিক্ষক সাইফুল ইসলাম ও কনিকা সরকার, শান্তি গোপাল চক্রবর্তী, খোদেজা খাতুন, আব্দুল কাদের, নারী ফেডারেশন নেত্রী নুপুর দাস প্রমুখ।