কালিগঞ্জ প্রতিনিধি॥ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু‘র বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এড. জাফরুল্লাহ ইব্রাহিম, নিয়াজ কওছার তুহিন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশেক মেহেদী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী (ভুমি) কর্মকর্তাসহ বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাৎক্ষনিক ভাবে ৩জন সেবা গ্রহীতাকে অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।