কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকতার্ অনুজ গাইন ও শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকতার্ আব্দুল্লাহ আল মামুন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী নির্বাচন কর্মকতার্ শামীম হোসেন। এই কার্যক্রমের আওতায় ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রশিক্ষণে বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকসহ ১০৫ জন তথ্য সংগ্রহকারী এবং ২১ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটার তালিকা হালনাগাদের সঠিক পদ্ধতি, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ম—কানুন বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। এই প্রশিক্ষণ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সুষ্ঠু ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকবৃন্দ সাংবাদিকদের জানান।