কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আদি যমুনা নদীর বর্তমান খালে অবৈধভাবে নেটপাটা পেতে খালের পানি বাঁধাগ্রস্ত করে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানে দেখা যায়, এক শ্রেণির ব্যক্তিরা অবৈধভাবে জাল পেতে নেটপাটা দিয়ে খালের পানি আটকে রেখেছে, যা পানি প্রবাহ এবং মৎস্য চাষের উপর প্রভাব ফেলছে। এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ নেটপাটা অপসারণ করে তিনটি ছোট বড় জাল জব্দ করে, যা পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে নেটপাটা জাল অপসারণে বাঁধা দেওয়ায় পিরোজপুর গ্রামের শাজাহান গাজীর স্ত্রী রেহেনা খাতুন (৪০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের মাধ্যমে উপজেলা প্রশাসন অবৈধ জাল—জালিয়াতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যাক্তিরা অবৈধ মাছ ধরার কার্যকলাপ বন্ধ করতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।