কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুরের মুকুন্দপুর গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ীতে চেতানাশক স্প্রে করে বাড়ীতে নগদ অর্থ সহ মালামাল চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত্র আনুমানিক ২টার পরে উক্ত ঘটনা ঘটে। বাড়ীর মালিক প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এ রিপোট লেখা পর্যন্ত অচেতন ও অসুস্থ্য থাকায় তার বড় মেয়ে সুরাইয়া খাতুন ও খালাত ভাই শাহিন দৈনিক দৃষ্টিপাতকে জানায় আনুমানিক রাত্র ২টার দিকে অঙ্গতব্যাক্তিরা সংগঠিত হয়ে আমাদের বাড়িতে কৌশলে ঢুকে পড়ে চেতাননাশক স্প্রে করে বাড়ীর সকলকে অচেতন করে বাড়ীর মালামাল স্বর্নাঅলঙ্কার ও ড্রয়ে রক্ষিত নগত টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাড়ীর সবাই অচেতন থাকায় সকালে পাশের বাড়ির লোকজন টের পেয়ে আমাদের বাড়িতে আসে পড়ে গ্রামের লোকজন এসে মেম্বর চেয়ারম্যানকে সংবাদ দিলে থানা পুলিশ আশে। কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদ্বীপ কুমার শানা দৈনিক দৃষ্টিপাতকে জনান ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যেয়ে বিষয়টি অবগত হয়ে আইনী ব্যাবস্থা গ্রহন করেছি। এ বিষয় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা আব্দুল হাকিম দৈনিক দৃষ্টিপাতকে জানান একই কায়দায় মথুরেশপুরের ইউনিয়নের দেয়া গ্রামের মৃত দূর্গাপদ ঘোষের ছেলে দেব প্রসাদ ঘোষের বাড়ীতে সর্বস্ব লুট করে নিয়ে যায়।