কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্রতি বারের ন্যায় এবছরও কাঁকশিয়ালী নদীর পূর্ব—পাশে^র্ মদিনার দরগাহ শরীফে ৪৭তম বার্ষিক ওরছ শরীফের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামি ১ ও ২ মাঘ, ১৫ ও ১৬ জানুয়ারি— বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি সন্ধ্যা ৬টা থেকে বাবা মদিনা সাহেবের ভক্তবৃন্দ, আশেকানদের মিলনমেলা ও হাজত অনুষ্ঠিত হবে। বাবা মদিনার আশেক আলহাজ্ব আবেদার রহমান খান ওরফে (কাওতালী) এ প্রতিনিধিকে জানান, বাবা মদিনার দরগায় বাৎসরিক ওরছ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় মদিনার দরগায় দোয়া ও মিলাদ শরীফ। এশার নামাজের পর সামা কাওয়ালী, হামদ, নাত, মুর্শিদী ও হালকা জিকির। বাবা মদিনের ভক্ত ও আশেক রাজু ভান্ডারী ওরছ শরীফের তত্ত্বাবধানে থাকবেন। সার্বিক সহযোগিতায় থাকবে জালাল খান, রবিউল ভান্ডারী, আরিজুল ইসলামসহ বাবা মদিনার আশেক ও ভক্তবৃন্দ। এছাড়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জমিদার বাড়ির পাশে বাবা মদিনার দরগায় বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ঠ ব্যাক্তিরা জানিয়েছেন।