কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগি সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকা চৌরাস্তা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এসময় র্যালিটির নেতৃত্ব দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পী। বিজয় র্যালি পরবতীর্ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাবেক চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা বাবুল খান, ভাড়াশিমলা কৃষক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন কবির।