কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন লক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, সংঙ্গীত অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়েছে। মহৎপুর সরঃ প্রাথঃ বিদ্যালয় চত্ত¡রে শুক্রবার রাত ৮টায় মহৎপুর ও কুলিয়া দূর্গাপুর যুব কমিটির আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর জনকল্যান সংস্থার সহ-সভাপতি জিএম, অধ্যাপক আতিয়ার রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মহৎপুর গ্রামের কৃতি সন্তান বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুলাহর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, থানার ওসি হালিমুর রহমান বাবু, উত্তরা থানার (ওসি-ডিবি) সাঈদুজ্জামান অকিল, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জান, কম্পিউটার ইঞ্জিনিয়ার পলাশ ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রথম দিনে সংঙ্গীত অনুষ্ঠান এবং গাজী আজিজুর রহমানের রচনা ও পরিচালনায় কালো সূর্যের নিচে নাটক মঞ্চস্থ হয়।