কালিগঞ্জ প্রতিনিধি \ সনাতন হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজার মহাষ্টমী পালিত হয়েছে সাড়ম্বরে। এ উপলক্ষ্যে সকাল থেকে মন্ডপে মন্ডপে ভিড় লক্ষ্য করা গেছে। পুজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি রনজিত সরকার জানান, এবছর উপজেলার ১২ ইউনিয়নে ৫২টি পুজা মন্ডপে সার্বজনীন ও পারিবারিক দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১নং কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজার সার্বজনীন দূর্গা মন্দির ও নেংগী সার্বজনীন দূর্গা মন্দির, ২নং বিষ্ণপুর ইউনিয়নের জয়পত্রকাটি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দূর্গা মন্দির, বিষ্ণুপুর বাবুর বাড়ী, বিষ্ণপুর সার্বজনীন দূর্গা মন্দির (উদয় বাবুর বাড়ী), জয়পত্রকাটি পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পারুলগাছা সার্বজনীন দূর্গা মন্দির, নস্কারকান্দা (হরিপদ বাবুর বাড়ী), বন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দির, বিষ্ণুপুর শান্তনু মুলীক এর বাড়ী, ৩নং কালীবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, সাইহাটি সার্বজনীন দূর্গা মন্দির, ঘুশুড়ি হরিসভা (পুরাতন) সার্বজনীন দূর্গা মন্দির, ঘুশুড়ি হরিসভা সার্বজনীন দূর্গা মন্দির, কুমার খালী ভুপেন্দ্র নাথ বাবুর বাড়ী সার্বজনীন দূগা মন্দির, থালনা সার্বজনীন দূগা মন্দির, ৪নং দক্ষিণশ্রীপুর ইউনিয়নে গোবিন্দকাটি সার্বজনীন দূগা মন্দির, উত্তরশ্রীপুর সাড়াতলা সার্বজনীন দূগা মন্দির, বেড়াখালী দূর্গা মন্দির, দক্ষিণ সোনাতলা সার্বজনীন দূগা মন্দির, ৫নং কুশুলিয়া বাজারগ্রাম সার্বজনীন দূগা মন্দির, মহৎপুর সার্বজনীন দূগা মন্দির, ভদ্রখালী সার্বজনীন দূগা মন্দির, গোবিন্দপুর সার্বজনীন দূগা মন্দির, কুশুলিয়া রথখোলা সার্বজনীন দূগা মন্দির, পিরোজপুর সার্বজনীন দূগা মন্দির, বাজারগ্রাম সদও সার্বজনীন দূগা মন্দির, ৬নং নলকা ইউনিয়নে নলতা কালিবাড়ী সার্বজনীন দূগা মন্দির, নলতা চৌমুহনী সার্বজনীন দূগা মন্দির, ৭নং তারালী ইউনিয়নে আমিয়ান বাথুয়াঙ্গা সার্বজনীন দূগা মন্দির, কালিতলা সার্বজনীন দূগা মন্দির, গোলখালী, খলিশখালী, তারালী সার্বজনীন দূগা মন্দির, ৮নং ভাড়াশিমলা ইউনিয়নে পূর্বনারায়নপুর সার্বজনীন দূগা মন্দির, সাদপুর সার্বজনীন দূগা মন্দির, ভাড়াশিমলা সার্বজনীন দূগা মন্দির, ৯নং মথুরেশপুর ইউনিয়নে চিংড়া সার্বজনীন দূগা মন্দির, উজয়মারী সার্বজনীন দূগা মন্দির, দেয়া সার্বজনীন দূগা মন্দির, মথুরেশপুর (রায়ের হাটখোলা) সার্বজনীন দূগা মন্দির, বসন্তপুর সার্বজনীন দূগা মন্দির, ১০নং রঘুরামপুর সার্বজনীন দূগা মন্দির, ড্যামরাইল ক্লাব সার্বজনীন দূগা মন্দির, ডি এম জি ক্লাব সার্বজনীন দূগা মন্দির, ড্যামরাইল সুধান্য বাবুর বাড়ী সার্বজনীন দূগা মন্দির, ১১নং কাটুনিয়া রাজবাড়ী সার্বজনীন দূগা মন্দির, সাতহালিয়া সার্বজনীন দূগা মন্দির, রতনপুর বাজার সার্বজনীন দূগা মন্দির, ১২নং মৌতলা পরমানন্দকাটি সার্বজনীন দূগা মন্দির, নামাজগড় সার্বজনীন দূগা মন্দির, লক্ষীনাথপুর সার্বজনীন দূগা মন্দির। এর মধ্যে বিষ্ণুপুর শান্তনু মুলীক এর বাড়ী ও বেড়াখালী দূর্গা মন্দিরে ব্যাক্তিগত উদ্যোগে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। মহাষ্টমী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। অষ্টমীতে কুমারী পুজ্ াহলেও পুষ্পাঞ্জলী, বিহীত পুজা, সন্ধিপুজার মধ্য দিয়েই কালিগঞ্জে মহাষ্টমী শেষ হয়েছে।