কালিগঞ্জ প্রতিনিধিঃ মহান ২১ ফ্রেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সভাকক্ষে উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মিরানা আক্তার, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।