শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

কালিগঞ্জে মাদকসেবীর বিনাশ্রম কারাদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে দেবব্রত সরকার কলি (২৫) নামে এক মাদকাসক্তকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ৩টায় দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই কারাদন্ডাদেশ প্রদান করেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের মশান সরকারের ছেলে দেবব্রত সরকার এলাকার নিয়মিত গাঁজা সেবনকারী। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই সময় এলাকার বিভিন্ন জিনিসপত্র চুরি করতো। বৃহস্পতিবার দুপুরে গাঁজা সেবন করায় দেখে ফেললে দৌড়ে পালানোর সময় এলাকাবাসি তাকে আটক করে ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলকে বিষয়টি অবহিত করে। ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থলে পৌছে দেবব্রতকে আটক করে দেহ তল­াশী করে গাঁজার পুরিয়া উদ্ধার করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় দেবব্রত সরকারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com