শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের কর্মশালা অনুষ্টিত হয়েছে। শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভালভমেন্ট প্রোগ্রাম এস ই ডি পি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেইজড গ্রাউন্ড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস পিবিজি এস আই স্কিম এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম,চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল­াহ্,আলীম আল রাজী টোকন,গোবিন্দ মন্ডল,গাজী শওকাত হোসেন,সাফিয়া পারভিন।অনুষ্টানে উপজেলার২১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জিবনী ইউষ্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু,মিজানুর রহমান ও মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথি, নলতা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দিন সহ অনন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মাদ্রাসা সুপার ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com