কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজ ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমুহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল বিকালে ইউএনও’র সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় সারাদেশের ন্যায় কালিগঞ্জে ৩’শ ৭১টি গৃহের বরাদ্ধ হয়। ১ম পর্যায়ে মোট ২শ ৬১টি, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ১১০টি ঘরের জন্য বরাদ্দ পাওয়া যায় এবং চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ১১০টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। তার মধ্যে উপজেলার মথুরেশপুর ২৮টি, কৃষ্ণনগর ২৪টি, চম্পাফুল ১২টি, ধলবাড়িয়া ৪টি, কুশুলিয়া ৪৩টি মোট ১১০টি গৃহ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এসময় কালিগঞ্জের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন সিরাজ হোসেন।