কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটি এবং উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনসহ বিভিন্ন বিজিবি ক্যাম্পের কমান্ডারবৃন্দ প্রমুখ। সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।