কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি ও আইন—শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলা এলকার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে, অজ্ঞান পার্টির দুই সদস্য আটকের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়া, মোটরসাইকেল চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সভায় আরো বলা হয়, মোটরসাইকেল চালানোর সময় চালকের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। এবং কেউ অন্যের মোটরসাইকেল চালাতে পারবে না যদি না তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে। উপজেলা প্রশাসনের পক্ষে আইন—শৃঙ্খলা রক্ষায় সব নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।