কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার শংকর কুমার রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি সদস্য আব্দুল খালেক, জাইকার ইউ.জি. ডি.পি প্রকল্পের ইউ.ডি.এফ আসমাউল হুসনা প্রমুখ। মাসিক সভায় জলাবদ্ধতা নিরসন, খাল খনন, রাস্তাঘাট মেরামত, অনাবাদি জমি আবাদি করণের ব্যবস্থা, উপজেলা পরিষদের আবাসিক ভবন বরাদ্দ ও সংস্কার, ১ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে উপজেলার সকল বিদ্যালয়ে বই উৎসব পালন, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন ক্রয়সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহীত হয়। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আা’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, ইপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম প্রমুখ।