কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর আনসার ও ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাব সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ক্লাবের হলরুমে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচীর সভাপতিত্বে সকলের সম্মতিক্রমে মেহেদী হাসান রাজুকে সভাপতি ও আব্দুলাহ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ আবরার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আরাফাত হোসেন, ক্যাশিয়ার শেখ মহিউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক শেখ তানভীর আহমেদ, মৎস্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান নুরু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক শাহিন ইসলাম, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাত হোসেন, কার্যকারী সদস্য তাপস বিশ^াস।