কালিগঞ্জ প্রতিনিধি ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং কালিগঞ্জে সংগ্রাম পরিষদের আহবায়ক মরহুম ডাঃ হযরত আলী‘র চতুর্থতম এবং তার সহধর্মিনী জান্নাত বেগমের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২ আগস্ট) শুক্রবার বিকেলে শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন ছোট ছেলে জাকির আহমেদ টুটুলের বাস ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ হযরত আলী‘র বড় ছেলে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক আকবর আহমেদ, ঢাকা ট্রমা সেন্টারের অর্থপেটিক্স চিকিৎসক জাহিদ আহমেদ (বিপুল) শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ এলাকার ব্যক্তিবর্গ। মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ হাবিবুর রহমান ও মাওঃ নূর মোহাম্মদ। দোয়া ও মোনাজাত করেন মাওঃ হামিদুর রহমান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।