কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে মৃত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় (২৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়। সাংবাদিক শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এম, হাফিজুর রহমান শিমুল, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, বাবলা আহমেদ, কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, কাজী আল মামুন, সেলিম শাহরিয়ার, এসএম, গোলাম ফারুকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মৃত চার সাংবাদিকের পরিবারের সদস্য, একজন অসুস্থ সাংবাদিক ও প্রেসক্লাবের অফিস সহকারীকে ৯ আইটেমের খাদ্য সামগ্রী, নতুন পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও প্রেসক্লাবের সকল সাংবাদিকদের জন্য ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে ভালো মানের পাঞ্জাবি দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি সাংবাদিক হাফেজ আব্দুল গফুর।