কালিগঞ্জ প্রতিনিধি\ পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পবিত্র ঈদ আযহা উপলক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। শ্রমিক ইউনিয়নের অফিস সচিব প্রদীপ কুমার পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির আঞ্চলিক কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মাজেদ, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহাতাব হোসেন, আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সুমন ও হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ রকিবুল হাসান, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আজমির হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান মোড়ল, কার্যনির্বাহী সদস্য আবু হাসান, রুহুল আমিন গুরু ও নুর মোহাম্মাদ। ১৯৯২ সালে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অসহায় শ্রমিকদের মাঝে বিভিন্ন ধরণের সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। এবারের ঈদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত ১৫ শ্রমিকের পরিবার প্রত্যেকে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।