কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর আয়োজনে মেগা ফিড খামারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনামিকা ট্রেডার্স, পরিবেশক স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় খামারী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর পরিবেশক অনামিকা ট্রেডার্স এর চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর ডিরেক্টর এন্ড সিইও আহসানুজ্জামান।সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর অপারেটিভ ডিরেক্টর রইস উদ্দিন, সাকিব আলতাফ প্রমুখ। স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু রায়হানের সঞ্চালনায় খামারীদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় চন্দ্র সরকার,তন্ময় মন্ডল,রফিকুল ইসলাম,আকবর হোসেন,শিবপদ সরকার,ছবিলার রহমান,আল মামুন সরদার প্রমুখ।