কালিগঞ্জ সদর প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের ছবিলার রহমানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে দশটার দিকে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে তাছলিমা তার স্বামীর মোটর সাইকেল যোগে সাতক্ষীরাতে ডাক্তার দেখাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ উপজেলার দুদলী মসজিদের সামনে পৌঁছালে তার স্বামীর মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে যায় তাছলিমা। এসময় মাথায় গুরুতর আহত অবস্থায় রাত ৮ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার স্বামী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই রাত সাড়ে দশটার দিকে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি বলে জানান তিনি।