কালিগঞ্জ ব্যুরো ঃ বর্তমান বিশ্বের জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের ফলে মৎস্য চাষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরন পূর্বক মৎস্য চাষের উন্নয়নের লক্ষে সকল মৎস্য খামারীদের সাথে বিনিময় সভা ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় কালিগঞ্জ পিরোজপুর উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল, সুমা মটরস লিমিটেড প্রতিনিধি। এসময় এলাকার এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে চাষি বৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন সমাধানের জন্য সব সময় পাশে থাকাবে বলে আশ্বাস দেন।