শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ ও জসানে জুলুস অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে, উপজেলা মসজিদে, থানা মসজিদে, শীতলপুর জামে মসজিদ সহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিহ হয়েছে। এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি বিশাল র‌্যালী বাহির হয়। ব্যালীটি প্রথমে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে জশনে জুলুস কমিটির সভাপতি মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও সাবেক স্বাস্থ্য ও প প কর্মাকর্তা ডাক্তার মোঃ হাবিবুল্লাহ্, ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ব্যবস্থানা পরিচালক রনি আহমেদ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসাইন, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, মাওলানা মোঃ কামরুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুর রহমান, মোল্লা হাবিবুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ ফজলুল রহমান, হাফেজ শামসুল রহমান, মাওলানা শামসুল রহমান, মাওলানা আজিজীয়া, মাওলানা গোলাম ফারুক, মাওলানা মতিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com