সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাষন ও আ’লীগ বিভিন্ন কর্মসূচির পালন করেন। গতকাল প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্ত¡রে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী/আধাসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্টান, দোকান-পাট, বাসভবন ও অন্যান্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাত টায় কালিগঞ্জ সোহরাওয়াদ্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে ,সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, সাধারন সম্পাদক মোঃ এনামুল হোসেন ছোট সহ উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ, ছাত্রলীগ, মহিলা লীগ শ্রমিকলীগ, যুবলীগ,যুব মহিলা লীগ, স্বেচ্ছা-সেবকলীগ, কৃষকলীগও তার অঙ্গ ও সহ-যোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর পর প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পূষ্পমাল্য অর্পন করেন, রিপোটার্স ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি,জাতীয় পাটি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, সামাজিক ও সাষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্পমাল্য অর্পন করেন। এর পরই সকাল ৭টা ৪৫মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পর সকাল ৮টায় কালিগঞ্জ সরকারী কবর স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আ’লীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে। উপজেলা প্রৃশাসন কর্তৃক সকাল ৯টায় উপজেলা মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ,আনসার-ভিডিপি, বিএনসিসি কর্র্তৃক কুচকাওয়াজ প্রদর্শী করা হয়। সকাল ১০টায় উপজেলা মাঠে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে সাংষ্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। বেলা ১১টায় উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪- আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান দ্বিপালী রানি ঘোষ, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক এ্যাড. হাবীব ফেরদাউস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর করিবর, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন। স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক তানভির আহম্মেদ উজ্জ¦ল, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শেখ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সুধিজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com