কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১০টায় ডাকবাংলা মোড় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আকরাম হোসেন। পববতীর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার—দে, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসের এক ভয়াবহ গণহত্যার কালরাত। তাঁরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।