মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে ঈদে পর্যটকদের ভিড়ে মুখরিত আকাশলীনা ইকো ট্যুরিজম নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করলেন মহিলা ক্রীড়া সংস্থা সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা গান পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত নির্বাচিত হলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে চেয়ারম্যান প্রার্থী বাবু সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদদের ঈদ পূর্ণমিলনী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারকে আর্থিক অনুদান সোনাবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী কৃষকের ঈদ আনন্দ কলারোয়া পৌর মেয়রের মাতা সায়রা বানুর ইন্তেকাল দেবহাটায় নববর্ষ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

কালিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে \ আহত ১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে যাত্রীবাহী বাসের পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে পড়ায় কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ৮টায় কালিগঞ্জ-সাতক্ষীরা আঞ্চলিক মহা সড়কের সাদপুর ব্রীজের পাশে দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন এক্সপ্রেস (যশোর-জ-১১-০১৩৫) সাদপুর ব্রীজের উপর উঠার মুহুর্ত্বে ডান পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল হোসেনের ককশিটের দোকানে ঢুকে পড়ে। এতে করে বাসটির সামনের অংশের গ্লাস ভেঙে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। তবে গাড়ীটি খালের মধ্যে না পড়ে ককশিটের দোকানের ভেতর ঢুকে পড়ায় বাসযাত্রীরা প্রাণে বেঁচে যায়। আহতদের মধ্যে উপজেলার খুড়মি গ্রামের আজবাহার আলীর ছেলে শহীদুল ইসলাম (৩৬), একই গ্রামের আফছার উদ্দিনের ছেলে মুজিবর রহমান (৪০), আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৬২), ভদ্রখালী গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০) ও দক্ষিণশ্রীপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৭৫) কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। বাকীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, আহতদের মধ্যে অনেকের সাতক্ষীরা আদালতে মামলা থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। শহীদুল ইসলাম ও নজরুল ইসলামের আঘাত গুরুত্বর হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com