রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে রক্তদানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ব্লাড ফাউন্ডেশন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

মথুরেশপুর প্রতিনিধি \ “বাঁচুক আজ একটি প্রাণ, ফুটুক মুখে হাঁসি, রক্তের প্রয়োজনে আমরা পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে রক্তদানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হালাল ব্লাড ডোনেট ফাউন্ডেশন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ের মানুষরাও স্বেচ্ছায় রক্তদান করেন তাদের অনুপ্রেরণায়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা জুড়ে বিভিন্ন রোগে আক্রান্ত যে কোন রোগীর রক্ত ম্যানেজ করে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০২১ সালের একদল তরুণের সমন্বয়ে মথুরেশপুর ইউনিয়নের চরদহা এলাকায় প্রতিষ্ঠিত হয় হালাল ব্লাড ডোনেট ফাউন্ডেশন। বর্তমানে এই সংগঠনের রক্তদাতা প্রায় ১ হাজার জন। এ পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছে ৬৭৪ জন। যে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলেই নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়ে তারা। যারা রক্ত দিতে ভয় পেতেন তারাও এখন অন্যদের দেখে উদ্বুদ্ধ হয়ে রক্তদানে এগিয়ে আসছে। সংগঠনের নিয়মিত রক্তদাতা শিক্ষার্থী আরিফ রহমান সংগঠনের পরিচালক গোলাম সরোয়ার জানান, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা নিজেরাও রক্তদান করি এবং অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করি। এর ফলে অনেক রক্তদাতা নির্ভয়ে স্বেচ্ছায় রক্তদান করছে। রক্তদানের পাশাপাশি আমরা মসজিদ মাদ্রাসায় উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করে থাকি। মানুষের সেবার মানসিকতা নিয়ে সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com