কালিগঞ্জ প্রতিনিধি \ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের উদ্যোগে (১৯ জানুয়ারি) রোববার সন্ধ্যার পর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম, হাফিজুর রহমান বাবু, সদস্য শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হোসেন ও আব্দুস সালাম, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ—সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইমামুল হোসেন রনি, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েল মড়ল, সদস্য নাসিম হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ জহুরুল ইসলাম।