কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষের কল্যাণে শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রিডা হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার বিকেলে পাউখালী হাসপাতাল প্রাঙ্গণে শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রিডা হাসপাতালের সিইও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনার কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সভাপতি শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, হাসপাতালের প্রধান উপদেষ্টা উৎপল কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান সুজন, শেয়ার হোল্ডার ফয়েজ আহমেদ, শিক্ষক নজরুল ইসলাম, ব্যবসায়ি মাসুদ খান ও বুলবুল আহমেদ।