মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে শত্রুতামূলক ভাবে সম্পত্তির সীমানায় লাগানো গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত দুইদিন ধরে রাতের আঁধারে মাঝারি ৭টি জিবলি ও ১টি মাদার গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কালাবানীয়া পুকুর এলাকার হানিফের বাড়ি ঘটেছে। এ ব্যাপারে বিচার চেয়ে স্হানীয় ইউপি সদস্যদের নিকট সম্পত্তির মালিক আলহাজ্ব রবিউল ইসলাম অভিযোগ দায়ের করেছেন। সম্পত্তির মালিক জানান, বসন্তপুর মৌজায় তার প্রায় এক বিঘা বিলান রেকর্ডিয় সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন আগে রাস্তার ধারে তার সীমানা ঘেঁষে লাগানো গাছগুলো দু’দিন ধরে গভীর রাতে গাছগুলো কেটে দিয়েছে দূর্বৃত্তরা। প্রথম দিন সকালে হঠাৎ কয়েকটি গাছ কাটা অবস্থায় দেখতে পায়। পরদিন রাতেও একই ঘটনা ঘটায়। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও জানতে পারেনি তিনি। সরেজমিনে গেলে স্থানীয় এলাকার হানিফ গাজী, ফারাকাত আলী, আব্দুর রহিম, শফিকুল ইসলাম গাউস, সহ অনেকে জানান, রাতের আঁধারে কে বা কারা তার লাগানো গাছগুলো কেটে দিয়েছে। গাছগুলোর গোড়ার দেড় থেকে দুই হাত উপর থেকে কাটা হয়েছে। একজনের সাথে আরেক জনের শত্রুতা থাকতেই পারে, তবে গাছের সাথে কেন? সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য আরিজুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে।