কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুলাহ। সভায় ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা ও সন্ধ্যায় সোহরাওয়ার্দী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতির প্রজ¦লনের সিদ্ধান্ত গৃহীত হয়।