কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অপর্ণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে শনিবার বেলা ১০টায় ডাকবাংলা মোড়স্থ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে উপজেলা নিবার্হী কর্মকতার্র নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতার্, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও ছাত্র সমন্বয়ক পুস্পমাল্য অর্পণ করেন। পরবতীর্তে নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা প্রমুখ।