কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে রাজনৈতিক, ধমীর্য় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্ত:ধমীর্য় সম্প্রীতি বজায় রাখার আহবানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দি—হাঙ্গার প্রজেক্টের (এমআইপিএস) প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ভবনের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু‘র সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পিএফজি গ্রুপের সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সাবেক এ্যাম্বাসেডর ইলাদেবী মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে পিএফজি গ্রুপ, ইয়ুথ পিএফজি অ্যাম্বাসেডর ও গ্রুপের সদস্যসহ শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।