বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কালিগঞ্জে শিবির নেতা আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমিনের পৃথকভাবে শাহাদাৎ বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে শিবির নেতা আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমিনের পৃথকভাবে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৭ ই মার্চ শুক্রবার ০৬ ই রমজান উভয়ের শাহাদাত বার্ষিক অনুষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলাম কালিগঞ্জ উপজেলা শাখা ও শিবিরের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন ১৭ জুলাই ২০১৩ অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে অবৈধ রায় পরবর্তী দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারি ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাউখালি এলাকায় জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিলে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই শহীদ হন শিবির নেতা আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমিন। কালিগঞ্জে পৃথকভাবে তাদের শাহাদাৎ বার্ষিকী পালিত। আজকের অনুষ্ঠান সেই দুই বীর শহীদের বুকের তাজা রক্ত রাজ পথে ঢেলে দেওয়ার অনুষ্ঠান। ইসলামি ছাত্রশিবির কর্তৃক আয়োজিত শহীদ আরিফুজ্জামানের শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শহীদ আরিফুজ্জামানের গর্বিত পিতা আফতাব উদ্দীন। অন্যদিকে ধলবাড়িয়া জামায়াতের উদ্যোগে আয়োজিত শহীদ রুহুল আমিনের শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। এছাড়া জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, শহীদরা আমাদের গর্ব ও পথ চলার অনুপ্রেরণা।তাদের কাংখিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।আল্লাহর যমীনে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলেন,অবিলম্বে শহীদ আরিফুজ্জামান ও শহীদ রুহুল আমিনের খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com