কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, শোকর আলী, মনিরুল ইসলাম, সুশান্ত কুমার ঘোষ, সাইদুজ্জামান মুকুল, কল্যাণ সরকার, প্রসেনজিৎ রায়, রওশনারা খাতুন, রেহানা পারভীন, আবেদা সুলতানা, প্রশান্ত কুমার ঘোষ, অচিন্ত কুমার মন্ডল, পলাশ সেন, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আসাদুল আলম, তাহমিনা খানম, খান আমিরুল ইসলাম প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ১০-১১ ও ১২ জানুয়ারি তিন দিন ব্যাপি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০ জানুয়ারি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা, ১১ জানুয়ারি উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ১২ জানুয়ারি বিভিন্ন বিষয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।