কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গতকাল বিকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দির সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরার ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবুলু। প্রথমে বালিকা খেলায় গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম নামাজ গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা করে, গনেশপুর সরকারী প্রাথমিক ১-০গোলে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। অপর দিকে বালক বঙ্গবন্ধু গোল্ড কাপ টুনামেন্টে ওভাকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম থানলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ওভাকুড় প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে থানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একে এম মোস্তাাফিজুর রহমান,মোঃ মিজানুর রহমান,ওমর ফারুক,ইনন্সট্রেক্টর মোঃ আনোয়ার কবির,প্রধান শিক্ষক মোঃ আলামিন,মোঃ আনোয়ারূল ইসলাম সহ শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ফুটবল প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। রেফারী¡ ছিলেন মুরশিদ এলাহী বাবু সহ তার দল।