সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ২৭ নভেম্বর কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর—কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের জিওবি খাতের অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে উঠান বৈঠকে আলোচনা হয়। জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় শতাধিক নারী —পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা খাতুনসহ এলাকার নারী উদ্যোক্তাগণ বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক এ ধরণের সচেতনতামূলক প্রচার কার্যক্রম জেলার প্রত্যন্ত অঞ্চলসমূহে চলমান রয়েছে বলে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান।—প্রেস বিজ্ঞপ্তি