কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে প্রথম বারের মত সমাজকর্ম দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, সিএসপিবি প্রকল্প ফেইজ-২ সমাজসেবা অধিদপ্তর ঢাকার সার্বিক সহযোগিতায় গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল-মামুনের পরিচালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) নাছিম ছায়াদত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, পলী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুস সালাম, জ্যোৎনা পারভীন, আনজিরা খান, মকবুল হোসেনসহ এনজিওর প্রতিনিধিবৃন্দ।