কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সরকারি পুকুর ও খাল গুলো উন্মুক্তকরণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকতার্ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায়, সংগঠনের নেতাকর্মীরা র্যালি সহকারে এসে উপজেলা নিবার্হী কর্মকতার্ অনুজা মন্ডলের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপজেলাসহ দক্ষিণ—পশ্চিমাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। যার ফলে স্থানীয় বাসিন্দাদের পানি কিনে খেতে হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার সরকারি পুকুর ও খালগুলো সাধারণ মানুষের পানির অন্যতম উৎস হলেও জেলা পরিষদের আওতায় ইজারা দেওয়ার কারণে এসব জলাশয়ে মৎস্য চাষ হচ্ছে। এর ফলে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজার গ্রাম সংলগ্ন সরকারি পুকুরটি সুপেয় পানির প্রধান উৎস হলেও ইজারার কারণে সেটিও ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। সরকারি পুকুর ও খালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।