সহকারী কমিশন ভূমি কর্মকর্তার সরেজমিনে পরিদর্শন
কালিগঞ্জ ব্যুরো ঃ সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মতিয়ার রহমান (৫০) ক্ষমতার দাপটে রায়পুর টু নিজদেবপুরের প্রধান সড়কে ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহার করায় রাস্তাটি ব্যাবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সরোজমিনে গিয়ে দেখা গেছে নিজদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নূর মোহাম্মদ গাজীর বাড়ি হতে প্রায় ৭০০মিটার রাস্তার মাটি দিয়ে, কোন আউট ক্যানেল ছাড়াই সরাসরি ঘেরের ভেঁড়ি হিসেবে ব্যবহার করছে। সামান্য বৃষ্টি হলে রাস্তাটিতে হাটু সমান পানি জমে। দুই সাইটে উচ্চু করে মাটি ফেলার কারনে কাদা মাটিতে জনবহুল এই সড়কটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল করছে। এদিকে নিজদেবপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় কোমলমতি শিশুরা বর্ষার মৌসুমে স্কুলে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ও এলাকাবাসী মতিয়ার রহমানকে রাস্তার পাশ দিয়ে আউট ক্যানেল করে ঘের করার পরামর্শ দিলে তিনি কারোর কথার কর্ণপাত করেননি। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে, গতকাল বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঐ রাস্তাটি ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের বক্তব্য শোনেন। ভুক্তভুগী মানুষের রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। তবে অভিযুক্ত মতিয়ার রহমান হাজরি হননি। এ বিষয়ে (০১৭১৬-৩৫২৩২২) নম্বরে ফোন করে জানতে চাইলে মতিয়ার রহমানের ভাই আবুল হোসেন ফোন রিসিভ করে এ প্রতিনিধিকে জানান বাংলাদেশের সর্বত্র আউট ক্যানেল ছাড়াই মানুষ ঘের করছে, আমিও তাই আউট ক্যানেল ছড়া ঘের করছি।