কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরন করলেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গতকাল বিকালে ধলবাড়িয়া ইউনিয়ন আ“লীগের আয়োজনে সেকেন্দারনগর হাট বাজারে দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচাওে লিফলেট সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। ধলবাড়িয়া ইউনিয়ন আ“লীগের সভাপতি স্বজল কুমার মুখার্জীর সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আ“লীগের সাংগাঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল,দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল,শ্যামনগর সদর ইউনিয়ন আ“লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর কবির সহ উপজেলা ,ইউনিয়ন আ“লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।