কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশ দিপু।১৪ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে এগার টায় উপজেলার প্রেস ক্লাব,রিপোটার্স ক্লাব,সাংবাদিক সমিতি সহ অন্যান্ন সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাংবাদিক শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক ও প্রভাষক নিয়াজ কওছার তুনীন,সাংবাদিক শেখ আনোয়ার হোসেন,সাংবাদিক সুকুমার দাশ বাচ্চৃু,সাংবাদিক বাবলা আহম্মেদ,দৈনিক দৃষ্টিপাত পাত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম,সাংবাদিক গোলাম ফারুক,সাংবাদিক শেখ শাওন আহম্মেদ সোহাগ,সাংবাদিক মাসুদ ক্যাপ্টেন পারভেজ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিবৃন্দ যাতে উপজেলার সকল সরকারী দপ্তরে ব¯‘ুনিষ্ট তথ্য সংগ্রহে বিড়ম্বনার স্বীকার না সে দিকে আন্তরিক হওয়ার আহব্বান জানানো হয়। নবাগত নির্বাহী কর্মকর্তা সকল সাংবাদিকদের মতামত খুবই গুরুত্বে সহিত শ্রবন করেন এবং সকল বিষয়ে তার উপজেলার সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।অনুষ্টানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংাবাদিক মোঃ রফিকুল ইসলাম,মোঃ শাহাদাৎ হোসেনস শেখ আল নুর আহম্মেদ ইমন,মোঃ সাজিদুল ইসাম সাজু,সাংবাদিক মামুন,সাংবাদিক কাজী আল মামুন সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।