স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা থেকে বহুল প্রকাশিত দৈনিক দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি সহকারী শিক্ষক আব্দুল মাজেদের (৩৬) বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা হয়েছে। রবিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৩৯) বাদী হয়ে আফজাল হোসেন ও আব্দুল মাজেদসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে মিথ্যা কাল্পনিক মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি কৃষ্ণনগর একটি কুচক্রি মহলের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম দুর্নীতি সংক্রান্ত বিষয়ে পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয় এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে প্রতিথযশা সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চাঁদাবাজির মামলা রেকর্ড করার ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকবৃন্দ। অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ঐ নেতা তার পোষা বাহিনীর সদস্যকে ব্যবহার করে অবৈধ পন্থায় সাংবাদিকদের দমন করতে এ মামলা দায়ের করে। ন্যাক্কারজনক এই ঘটনাটির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছে কালিগঞ্জ কর্মরত সাংবাদিক মহল।