বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ রাখে আলাহ মারে কে, কালিগঞ্জ বিষধর কেউটে সাপের ছোবল থেকে অল্পের জন্য রক্ষা পেল ১ নারী। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের সিরাজুল মোড়লের বাড়িতে ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় গতকাল বেলা ২ টায় সিরাজুল মোড়লের স্ত্রী তাহেরুন নেছা, প্রতিদিনের ন্যায় তাহার গরুর গোয়াল ঘর পরিষ্কার করার জন্য প্রবেশ করলে বিষধর সাপটি তাহাকে তাড়া করে এবং ছোবল মারার চেষ্টা করে, সে দ্রুত গোয়াল ঘর থেকে বাইরে এসে চিৎকার করতে থাকেন, এ সময় স্থানীয় লোকজন এসে দেখতে পায় সাপটি কারেন্ট জলের সাথে আটকিয়ে আছে। এদিকে লক্ষ্মীনাথপুর গ্রামের সাপুড়ে মিয়ারাজকে খবর দিলে দ্রুত এসে গোয়াল ঘর থেকে সাপটিকে উদ্ধার করেন। এ সময় সাপটিকে এক নজর দেখার জন্য তাহার বাড়িতে জনসাধারণ ভিড় জমায়।