কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার “সামাজিক স¤প্রীতি” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, বাধ্যতামূলক সকল পুজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। পুজা মন্ডপে অতিরিক্ত লাইটিং করা যাবেনা। লাইটিংয়ের ক্ষেত্রে এলইডি বাল্পের ব্যবস্থা করতে হবে। রাতে জোরে সাউন্ড দিয়ে গান বাজানো যাবেনা। পুজা উপলক্ষে কোন ধরণের খেলাধুলা, যাত্রা ও নাটকের ব্যবস্থা করা যাবেনা। কোন ধরণের গুজবে কান না দিয়ে প্রশাসনকে অবহিত করতে হবে। ঝুকিপূর্ণ পুজা মন্ডপ গুলোতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হবে। দূর্গাপুজা উৎসব উপলক্ষে উপজেলায় নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে। কোন ধরণের অপৃতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। বিজয়া দশমীর দিন সন্ধ্যার মধ্যে পুজা বির্সজন দিতে হবে, কোন অবস্থাতেই রাখা যাবেনা। সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পি, সাহিত্যিক ও প্রাবন্ধিক (অবসরপ্রাপ্ত) অধ্যাপক গাজী আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগজী, উপজেলা আ ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ন সাধারণ সম্পাদক সজল মুখার্জী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন,নাজমুল হাসান নাঈম, গোবিন্দ মন্ডল, জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, রেডিও নলতার স্টোশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, ইউনিয়ন আ‘লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন প্রমুখ। এর পূর্বে একই মঞ্চে আসন্ন শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।